সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১ ডিসেম্বর ২০২৫
মশা নিয়ন্ত্রণে চসিকের আমেরিকান প্রযুক্তি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ PM

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই(ব্যাসিলাস থুরিংয়েনসিস ইসরায়েলেন্সিস ব্যবহার শুরু করেছে ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরের দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে নালা–নর্দমায় পানি মিশ্রিত বিটিআই পাউডার ফগার মেশিনের মাধ্যমে ছিটানো হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, ‘জনবল ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এখন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শহরে চিহ্নিত ২৫টি ডেঞ্জার জোনে প্রথমে বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ করে নালা পরিষ্কারের সময় এই ওষুধ ছিটালে দ্রুত ফল পাওয়া যাবে।’

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘আগে টেমিপোস ফিফটি ব্যবহার করা হলেও এবার মেয়রের নির্দেশে আরও উন্নত ও পরীক্ষিত আমেরিকান বিটিআই প্রয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, একবার বিটিআই ছিটালে ১৫ দিন পর্যন্ত সেই জায়গা নিরাপদ থাকে। ওষুধটির কার্যকারিতা ৯৮ থেকে ৯৯ শতাংশ। তবে অনেকদিন একই ওষুধ ব্যবহার করলে মশা রেজিস্ট্যান্স তৈরি করে তাই সময়মতো ওষুধ পরিবর্তন জরুরি।

চসিক জানায়, পর্যায়ক্রমে পুরো শহরজুড়ে বিটিআই প্রয়োগ করা হলে মশাবাহিত রোগ কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত