বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
লাকসামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ AM

কুমিল্লার লাকসামে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ এশা পৌরএলাকার নশরতপুর দক্ষিণপাড়া একটি হাফেজিয়া মাদ্রাসায় লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির আহমেদের সভাপতিত্বে খতমে কোরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান। বিশেষ অতিথি ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাসেম মানু। 

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল হক মজুমদার মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, আবদুল্লাহ বাবুল, আব্দুল ওয়াদুদ বাচ্চু, নশরতপুর দক্ষিণ পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মাষ্টার আব্দুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন খোকন, লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেসবাহুল ইসলাম ফয়সল, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মজুমদার, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ওয়ার্ড বিএনপি নেতা জমির আলী, আবু তাহের, আব্দুল বারেক, আবুল খায়ের তোতা, ব্যবসায়ী আবুল কাশেম, যুবদল নেতা আমান উল্লাহ, সাইফুল ইসলাম, সজল, কালু, সজিব, রাশেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- লাকসাম মডেল মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত