বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
সীমান্ত নিরাপত্তায় কঠোর বার্তা দিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪২ AM

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইখতিয়ার অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার ওপর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মানবপাচার, পুশব্যাক ও চোরাচালান রোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতাকে তিনি অত্যন্ত জরুরি বলে মনে করেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ সংলগ্ন এলাকায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় তিনি এই আহ্বান জানান।

সেক্টর কমান্ডার জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন বাংলাদেশের কোনো নাগরিক সীমান্তের ওপারে না যায়। "বাংলাদেশের কোনো নাগরিক যেন বিএসএফের হাতে প্রাণ না হারায়, সেটাই বিজিবি'র প্রধান লক্ষ্য।

যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয়দের বিজিবিকে জানানোর পরামর্শ দিয়ে তিনি আশ্বাস দেন, বিজিবিই তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি ভারত থেকে অবৈধ মাদক ও স্বর্ণ চোরাচালান এবং মানবপাচার (নারী ও শিশুসহ) থেকে স্থানীয়দের সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান। সীমান্তে চোরাচালান ও মানবপাচারের প্রবণতা কমাতে স্থানীয়দের সহযোগিতা তিনি বিশেষভাবে কামনা করেন।

এ সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সহকারী পরিচালক হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত