বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৯ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ—১) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।  

বাউবির পরিচালক মো: খালেকুজ্জামান খান জানান, বুধবার দুপুর ২ টায় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত এইচএসসি (নিশ—১) প্রোগ্রামের মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১ শত ৬১ জন। এ বছরে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮ শত ৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩ শত ৬৫ জন। শতকরা পাশের হার ৮৭ দশমিক ২০। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন এ+, ৪৬৯ জন এ, ১১১৩ জন এ—, ১৩৯১ জন বি এবং ৩৯১ জন সি গ্রেড। উপাচার্য—এর কাছে এ ফলাফল হস্তান্তরকালে প্রো—উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রো—উপাচার্য (শিক্ষা)—এর অনুমোদনক্রমে এবারের এইচএসসি (নিশ—১) প্রোগ্রামের পরীক্ষা গ্রহণ শেষে স্পট ইভ্যালুয়েশনের মাধ্যমে মাত্র ২৫ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক এ ফলাফল প্রকাশ করেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত