বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৫১ PM

দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান। 

বৃহস্পতিবার বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

মনোনয়ন পাওয়ার পরদিন থেকেই দিনাজপুর-৫ আসনের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, এ মনোনয়নের মধ্য দিয়ে এলাকায় সুস্থ ধারার রাজনীতির সূচনা হতে পারে।

উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম বলেন, “ব্যারিস্টার কামরুজ্জামান জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ও আইন উপদেষ্টা। তাঁর মতো যোগ্য ব্যক্তি মনোনয়ন পাওয়ায় এলাকায় উন্নয়ন ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।”

মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ বলেন, “ব্যারিস্টার কামরুজ্জামান জামানের মনোনয়ন পাওয়ার মাধ্যমে এ অঞ্চলে সুস্থ রাজনীতির নতুন পথ শুরু হলো। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে একটি গোষ্ঠী যে অনিয়মে জড়িয়েছিল, এই মনোনয়ন তা বন্ধে বড় ভূমিকা রাখবে।”

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি দলের সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত