‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা (বৃহস্পতিবার) সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কিছু বৃত্তিমূলক কার্যক্রম হাতে নিয়েছে যার মধ্যে আছে দেশব্যাপী বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়ের জন্য পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা। আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।