বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ PM

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্তু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারীদের সচেতনতা বৃদ্ধি, আলোচনা সভা, র‌্যালি, গণসমাবেশ ও পালা গানের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এবং এলএফ ও সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন, রৌমারী উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক এজেদা খাতুন, কোষাধ্যক্ষ আইরিন আক্তার। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়শনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা সকলেই নারী ও কিশোরীদের প্রতি অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা ও ব্ল্যাকমেইলসহ ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। তারা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দিতে হবে। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর পক্ষ থেকে ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়শনের সদস্য, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে পালাগানের আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেন, Tradecraft Exchange ও European Union বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত