বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
মনোহরদীতে নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে বেকারিকে জরিমানা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ PM

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজীব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, বেকারিতে অপরিষ্কার মেঝে, নোংরা যন্ত্রপাতি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়াই খাবার তৈরি করা হচ্ছিল। বেকারিটির এসব খাবার স্থানীয় জনগণসহ বিভিন্ন প্রাইমারি স্কুলের ছোট শিশুদের কাছে নিয়মিত সরবরাহ করা হতো। নোংরা পরিবেশে প্রস্তুতকৃত এসব খাবার খেয়ে অনেকেই পেটের ব্যথা, ডায়রিয়া ও নানা পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন বলে কর্মকর্তারা জানান।

স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর বিভিন্ন ধারায় ইমন বেকারির মালিককে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ। সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত