বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেলো বাল্কহেড

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেলো বাল্কহেড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ PM (Visit: 225)

নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এক বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। বাল্কহেডে থাকা লোকজন সাঁতরিয়ে নদীর তীরে পাড়িয়ে দিয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি লঞ্চ বরিশালেরর উদ্দেশ্যে রওনা হলে ফতুল্লা লঞ্চঘাটে অধিরে এসে একটি বালুবাহি বাল্কহেডে ধাক্কা দিলে তাৎক্ষণিকভাবে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয় লোজজন বাল্কহেডে থাকা লোকজনদের উদ্ধার করার চেষ্টা করতে গেলেও লোকজন সাঁতরিয়ে নদীর তীরে উঠে আসে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, আজ সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরিয়ে পালিয়ে যায়। আমরা লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫জন লোক ছিল। তারা প্রত্যেকেই সাঁতরিয়ে পাড়ে উঠে আসে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy