এডভোকেট জালাল উদ্দীনের মনোনয়ন ফরম সংগ্রহ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
এডভোকেট জালাল উদ্দীনের মনোনয়ন ফরম সংগ্রহ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ PM (Visit: 202)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া কটিয়াদি) আসনে বিএনপির প্রার্থী পক্ষে এডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইউএনও রুপম দাস এ-র কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, এফরান উদ্দিন, আব্দুস সাত্তার মো. মানছুরুল হক বাবুল, এমদাদুল হক বুলু, মোছা. শামছুন নাহার আপেল।

পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, মস্তোফা কামাল জুয়েল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মশিউল হক উজ্জল, উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল, পৌর ছাত্রদলের আহবায়ক শামসুল আলম সবুজ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর রহমান মাসুদ নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধির নানা বিষয়াদি তুলে ধরে বলেন, এবারের নির্বাচনের আচরণবিধিতে অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্টদের আচরণবিধি সর্ম্পকে জানতে এবং মানতে হবে। অন্যথায় যে কোনো সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন বলেন, এডভোকেট জালাল উদ্দীনকে দেওয়া ধানের শীষের মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এ নির্বাচন। সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট জালাল উদ্দীনকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy