গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হরিরামপুর ইউনিয়নে ধুন্দিয়া গ্রামের ফুলমতি (৪৫) নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। ফুলমতি ওই গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।