আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৩ PM (Visit: 280)

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সাজিয়াড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে টিটিসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী সিরাজউদ্দৌহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গড়ব স্বদেশ।” আলোচনা সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বারসহ বিভিন্ন কারিগরি কাজে দক্ষ জনশক্তির চাহিদা আন্তর্জাতিকভাবে ব্যাপক। বক্তারা শিক্ষার্থীদের গতানুগতিক অনার্স-মাস্টার্সের পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান। বিদেশে যাওয়ার আগে ভাষা শিক্ষা ও নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলেও মত দেন তারা।

র‍্যালি শেষে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে বিদেশগামী মেধাবী প্রশিক্ষণার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়।








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy