জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০টি এয়ারগান ও মোটরসাইকেল উদ্ধার

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০টি এয়ারগান ও মোটরসাইকেল উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:২৫ PM আপডেট: ১৯.০১.২০২৬ ১:৩০ PM (Visit: 288)

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই (নিঃ) ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জৈন্তাপুর মডেল থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

এ সময় তল্লাশীকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা কৌশলে মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।উদ্ধারকৃত এয়ারগান ও মোটরসাইকেল পরবর্তীতে এসআই (নিঃ) ওবায়দুল ইসলাম জব্দ করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের পরিচয় শনাক্তসহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy