শামীম ওসমান গ্রেফতার

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
শামীম ওসমান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ PM (Visit: 286)

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে অর্থ দাবি করার অভিযোগে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

সিআইডি সূত্র জানায়, সাভারে অভিযান চালিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি দল শামীম ওসমানকে গ্রেপ্তার করে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়—এমন বক্তব্যের পাশাপাশি মাসিক ‘কালেকশন’ বিষয়ে জানতে চাওয়া হয়। একই সঙ্গে দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি, সিআইডির একটি বিশেষ দল দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। অপরাধ বৃত্তান্ত পর্যালোচনায় তিনি একজন পেশাদার প্রতারক বলে জানা গেছে। এর আগে বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy