ভারতের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৫১ মিনিট ১৪ সেকেন্ডে (আইএসটি) আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল লেহ–লাদাখ অঞ্চল, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ৩৬.৭১° উত্তর ও দ্রাঘিমাংশ ৭৪.৩২° পূর্ব। লেহ-লাদাখ অঞ্চলটি ভূকম্পনপ্রবণ হিমালয়ান সিসমিক বেল্টের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক হলেও এবারের কম্পনটি বেশ শক্তিশালী ছিল। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য পরাঘাত বা আফটারশক নিয়ে সতর্ক থাকতে স্থানীয় প্রশাসন জনগণকে পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই আফগানিস্তানে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা গোটা অঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পজনিত তৎপরতা বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।