যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ ট্রাম্পের শান্তি পরিষদে অনুদান দেবে পুতিন

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ ট্রাম্পের শান্তি পরিষদে অনুদান দেবে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ PM (Visit: 471)

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগেই ১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া টেলিভিশন ভাষণে পুতিন জানান, এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ থেকে প্রদান করা হবে। পুতিনের এই আকস্মিক পদক্ষেপটি ট্রাম্পের নতুন শান্তি পরিষদের প্রতি ক্রেমলিনের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, জব্দকৃত এই অর্থ মূলত ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির কাজে ব্যবহৃত হবে। পুতিন উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বিশেষ সম্পর্কের কথা বিবেচনা করেই তিনি এই প্রাথমিক অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

বোর্ড অব পিসে রাশিয়ার অংশগ্রহণের বিষয়ে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যেকোনো প্রচেষ্টাকে রাশিয়া সব সময় সমর্থন করে। তবে এই পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রাপ্ত নথিপত্রগুলো গভীরভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুতিন জানান, তার কৌশলগত অংশীদারদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করার পরেই রাশিয়া এই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এছাড়া ইউক্রেনের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ থাকা রাশিয়ার বাকি অর্থ যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। এই বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ার আলোচনা চলছে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিতর্কিত পরিকল্পনা নিয়ে রাশিয়ার অবস্থান জানতে চাওয়া হলে পুতিন অত্যন্ত উদাসীনতা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন যে, গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী ঘটছে তা রাশিয়ার দেখার বিষয় নয়। পুতিন ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন যে, ১৯১৭ সালে ডেনমার্ক যেভাবে ভার্জিন আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল, গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও তেমন অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে পারে। 

তিনি আরও উল্লেখ করেন, ১৮৬৭ সালে রাশিয়া নিজেও মাত্র ৭ দশমিক ২ মিলিয়ন ডলারের বিনিময়ে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল। ডেনমার্ক গ্রিনল্যান্ডকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে শাসন করেছে উল্লেখ করে পুতিন বলেন, এটি ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় এবং তারা নিজেরাই এটি সমাধান করে নেবে।

পুতিনের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জব্দকৃত সম্পদ থেকে অর্থ প্রদানের এই প্রস্তাব দিয়ে পুতিন মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছেন। 

একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুকে এড়িয়ে গিয়ে তিনি ন্যাটোর অভ্যন্তরীণ কোন্দলে সরাসরি হস্তক্ষেপ না করার কৌশল অবলম্বন করেছেন। ট্রাম্পের প্রস্তাবিত এই শান্তি পরিষদ যদি শেষ পর্যন্ত কার্যকর হয়, তবে সেখানে রাশিয়ার অবস্থান এবং জব্দকৃত বিপুল পরিমাণ অর্থের ভবিষ্যৎ ব্যবহার বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy