আন্তর্জাতিক আইন নিজের মত ব্যবহার করলে তাতে পুরো বিশ্বের নিয়ম-কানুন ও শান্তি ধ্বংস হতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশেষ করে ট্রাম্পের শান্তি বোর্ড নিয়ে এই সতর্কতা দিয়েছেন তিনি।
রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গুতেরেস বলেন, জাতিসংঘের নীতিমালা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আইন নিজের মতো মানলে তা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে এবং মূল্যবোধ ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেন তিনি।
গাজার বোর্ড অফ পিস জাতিসংঘের জন্য চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের উপপ্রকাশক ফরহান হাক জানান, এটি এখনও মূল্যায়ন করার সময় হয়নি কারণ বোর্ডের কাঠামো এখনও স্পষ্ট নয়।
গুতেরেসের এই মন্তব্যের এক দিন আগে ট্রাম্প জাতিসংঘকে অকার্যকর বলে সমালোচনা করে বলেন, গাজার শান্তি বোর্ড বিশ্ব সংস্থার বিকল্প হতে পারে।