বিশ্ব নেতাদের সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
বিশ্ব নেতাদের সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ PM (Visit: 197)

আন্তর্জাতিক আইন নিজের মত ব্যবহার করলে তাতে পুরো বিশ্বের নিয়ম-কানুন ও শান্তি ধ্বংস হতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশেষ করে ট্রাম্পের শান্তি বোর্ড নিয়ে এই সতর্কতা দিয়েছেন তিনি।

রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গুতেরেস বলেন, জাতিসংঘের নীতিমালা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আইন নিজের মতো মানলে তা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে এবং মূল্যবোধ ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেন তিনি।

গাজার বোর্ড অফ পিস জাতিসংঘের জন্য চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের উপপ্রকাশক ফরহান হাক জানান, এটি এখনও মূল্যায়ন করার সময় হয়নি কারণ বোর্ডের কাঠামো এখনও স্পষ্ট নয়।

গুতেরেসের এই মন্তব্যের এক দিন আগে ট্রাম্প জাতিসংঘকে অকার্যকর বলে সমালোচনা করে বলেন, গাজার শান্তি বোর্ড বিশ্ব সংস্থার বিকল্প হতে পারে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy