শ্রীমঙ্গলে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:২২ PM (Visit: 231)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত গাংচিল রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি নীহার রঞ্জন নাথের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংস্থার উপদেষ্টা রোটারিয়ান মো. জামাল উদ্দিন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পর্যটন পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান, ডা. নিশিত মজুমদার, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলী, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জহির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্য ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথি ও নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy