সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর যৌথ অভিযানে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা'র যৌথ অভিযান পরিচালনা করে, তাদেরকে আটক করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর যৌথ অভিযান পরিচালনা করে মধ্যনগর থানার তদন্ত প্রাপ্ত আসামী উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মোঃ রওশন আলীর ছেলে সালমান মিয়া (২৬) কে ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহেষখলা বাজার এলাকা হতে সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
একই মামলার তদন্তপ্রাপ্ত আসামী রুপনগর গ্রামের মোঃ কাবিল উদ্দিন এর ছেলে মোঃ রোস্তম আলীকে রাত ১০ টার দিকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরবর্তীতে বুধবার যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।