সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ PM (Visit: 295)

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আইনের খসড়া উপদেষ্টা পরিষদে উত্থাপিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার যদি প্রস্তাবিত আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন পায়, তবে বড় ধরনের বিজয় মিছিল করবেন শিক্ষার্থীরা। আর যদি অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বিলম্ব তৈরি হয়, তবে কঠোর আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করবেন তারা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই কর্মসূচির কথা নিশ্চিত করেছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাঈম হাওলাদার।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ নামের খসড়াটি ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে উত্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই উপলক্ষ্যে আজ বেলা ১১টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থিত ‘অধ্যাদেশ মঞ্চে’ বিশাল এক শিক্ষার্থী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর আসা মাত্রই সমাবেশটি একটি বিজয় মিছিলে রূপ নেবে এবং তা ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে। তবে যদি কোনো কারণে অনুমোদন আটকে যায়, তবে শিক্ষার্থীরা সেখান থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অথবা সচিবালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করবেন।

সমন্বয়ক নাঈম হাওলাদার উল্লেখ করেছেন যে, সরকারের অবস্থান যদি শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক থাকে, তবে আজকের সমাবেশটি হবে আনন্দমুখর। অন্যথায় নিজেদের অধিকার ও দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলন অব্যাহত রাখবেন। 

প্রসঙ্গত, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে গত সোমবার (১৯ জানুয়ারি) থেকে চার দিনব্যাপী কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে, যার চূড়ান্ত অংশ হিসেবে আজকের এই গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। 



আরও সংবাদ   বিষয়:  সাত কলেজ   রাজধানী   ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়  







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy