সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালন করা হয়েছে।
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’এ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে এ বছর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করেছে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার মতিঝিলস্থ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে জনগনকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র্যালির আয়োজন করা হয়।
ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিমের নেতৃত্বে এ র্যালিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়রে সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
-বাবু/এ.এস