বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আত্মঘাতী গোলে যাত্রা শুরু আবাহনীর
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ PM
ঘরোয়া ফুটবলে এবারের মৌসুমটা একটু ব্যতিক্রম। ইউরোপের আদলে লিগের মাঝে হচ্ছে টুর্নামেন্ট। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছে।
 
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৪০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি হয়। এই গোলটি অবশ্য আবাহনী করেনি। পুলিশের মনজুরুরের আত্মঘাতী গোলে লিড নেয় ঢাকা আবাহনী। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়েছে দুই দলের ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। 

ঢাকা আবাহনী সি গ্রুপে রয়েছে। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ঢাকা আবাহনীর পরবর্তী ম্যাচ প্রায় পাচ মাস ব্যবধানে শেখ রাসেলের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেখ রাসেলের বিপক্ষে পুলিশ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। 

এই সপ্তাহে ফেডারেশন কাপের একটি ম্যাচ ছিল। আগামী সপ্তাহের মঙ্গলবারে ফেড কাপের দু’টি ম্যাচ। এ গ্রুপের সেই দুই ম্যাচ খেলবে আজমপুর ও মোহামেডান; রহমতগঞ্জ এবং শেখ রাসেল।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত