সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিকাশ প্রতারককে ছাড়াতে স্বেচ্ছাসেবক লীগ নেতার এলোপাতাড়ি গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১১:১৮ PM আপডেট: ১৬.০১.২০২৩ ১২:১৭ AM

রাজধানীর গুলশানে মোবাইল ব্যাংকিংয়ের এক প্রতারককে ছাড়িয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুইজন আহত হয়েছেন।


আজ রোববার বিকেলে গুলশান -১ নম্বরে ডিএনসি মার্কেট এলাকায় গ্লোরিয়া জিন্স কফি’সের সামনে এই গুলির ঘটনা ঘটে।

পুলিশ গুলি নিক্ষেপকারী আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তার দুই সহযোগীকে আটক করেছে। মিন্টু ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার অস্ত্রটি জব্দ করা হয়েছে।


গুলিবিদ্ধ আমিনুল ইসলাম ও আব্দুর রহিম মিয়াকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রহিম রিকশা-ভ্যানচালক এবং আমিনুল প্রাইভেটকার চালক।


পুলিশ জানিয়েছে, রহিম ওই পথে যাওয়ার সময়ে গুলিবিদ্ধ হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমিনুল গ্লোরিয়াজিন্স কফিশপের সামনে তার গাড়ি রেখে দাঁড়িয়েছিলেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্লোরিয়া জিন্স কফি’সের পাশে আলফা স্টোর নামে একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে আরিফ হোসেন নামে এক ব্যক্তি কয়েক দফায় ৭৫ হাজার টাকা বিকাশ করেন। এরপর দোকানিকে টাকা না দিয়ে তিনি ছলচাতুরি শুরু করেন। তখন দোকান মালিক আলীম হোসেনসহ স্থানীয় লোকজন আরিফকে আটক করেন। তখন টাকা দেওয়ার জন্য ওই ব্যক্তি তার সহযোগী আব্দুল ওয়াহিদ মিন্টু ও মনির আহাম্মেদসহ কয়েকজনকে ডেকে আনেন।  তখন তারা প্রতারক আরিফকে ছিনিয়ে নিতে চাইলে স্থানীয়দের সঙ্গে হাতাহাতি শুরু করেন। এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ মিন্টু তার কাছে থাকা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েন। এতে গ্লোরিয়াজিন্স কফিশপে খেতে আসা মোঃ মহিউদ্দিনের প্রাইভেটকার চালক আমিনুল ইসলামের বাম পায়ে এবং রিকশা-ভ্যানচালক আব্দুর রহিম মিয়া পায়ে গুলিবিদ্ধ হন।


ডিএনসি মার্কেটের নিরাপত্তাকর্মী শাহীন আলম জানান, বিকাশে ৭৫ হাজার টাকা পাঠানোর পর আরিফ নামের ওই ব্যক্তি টালবাহানা শুরু করেন। ভুল নম্বরে টাকা গেছে বলে দাবি করেন। এরপর তারা ওই ব্যক্তিকে আটকালে নিজের লোকদের ফোন করে টাকা নিয়ে আসছে বলে জানান। কিছুক্ষণ পর কয়েকজন ঘটনাস্থলে এসে উল্টাপাল্টা শুরু করেন। এক পর্যায়ে আরিফের এক সহযোগী এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়তে থাকলে দুইজন গুলিবিদ্ধ হন।  


পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, গুলি নিক্ষেপকারী মিন্টুসহ তার আরও দুই সহযোগীকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটির বৈধ লাইসেন্স রয়েছে বলে জানা গেছে। কোন পরিস্তিতে তিনি গুলি ছুড়েছিলেন, সেই তদন্ত চলছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত