শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
সাড়া ফেলেছে ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘রঙিলা পাগল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ২:৩৪ PM

দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। একাধিকবার তিনি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি গান দিয়েও এই তারকা জয় করেছেন কোটি মানুষের হৃদয়। নতুন বছরে আবারও গান দিয়ে মাতালেন তিনি। এইচ এম নিপুর কথা ও সুরে ‘রঙিলা পাগল’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এটি প্রকাশ হয়ে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

অপু রায়হানের সংগীতে সম্প্রতি চ্যানেল এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে ‘রঙিলা পাগল’। গানটি নিয়ে অসাধারণ একটা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ‘রঙিলা পাগল’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন এবং জান্নাতুল স্বর্ণা।

গানটি প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা এবং কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গান করতে সবসময়ই ভালো লাগে। ‘রঙিলা পাগল’ গানটি গাইতেও আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

এ গান সম্পর্কে এইচ এম নিপু বলেন, ‘সবসময় চেষ্টা করি মনের ভাবনাগুলো কিছুটা লিখে প্রকাশ করতে। কোন প্রাপ্তির জন্য নয়, আত্মতৃপ্তির জন্যই গান লেখা হয়। তবে ‘রঙিলা পাগল’ গানটি মুক্তি পাওয়ার পর অল্প সময়ে লাখো মানুষের ভালবাসা আমাকে এমন এক প্রাপ্তি দিয়েছে যা আমি সত্যিই খুব উপভোগ করেছি।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত