৭২ জন আরোহী নিয়ে নেপালের পোখরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার (১৫ জানুয়ারি। এতে প্রাণ হারিয়েছেন নেপালের লোক সংগীতশিল্পী নীরা ছান্তিয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। গায়িকার বোন হীরা ছান্তিয়াল নীরার মরদেহ শনাক্ত করে নিশ্চিত করেছেন।
হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখরা যাচ্ছিলেন নীরা। যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান।
লোক সংগীতশিল্পী নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’
জানা গেছে, বিমান দুর্ঘটনায় বিমানকর্মী ও যাত্রীসহ মোট ৭২ জন ছিলেন। এর মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, দুই শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক ছিলেন বিমানে।
বিমানবন্দরের দেয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ জন আর্জেন্টাইন এবং ১ জন ফরাসি নাগরিক ছিলেন।
এছাড়া সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়াররাইন্সের বিমানটি। কাস্কি জেলর কারছে ভেঙে পড়ে সেটি। টেক অফের ২০ মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি।
বাবু/পিকু