এবারের বিপিএলে প্রথম পাঁচটা ম্যাচের সবগুলো জিতেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি-মুশফিকদের অভিজ্ঞ দলটির বিপক্ষে জেতা তো দূরের কথা, কোনো দলই তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি।
তবে সেসব বিষয়কে পেছনে ফেলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটকে দাঁড়াতেই দেয়নি দলটির পেসাররা। আর তাতে প্রথম ইনিংসে ১৪০ পেরোতে পারল না সিলেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। প্রায় সমশক্তির দুই দলের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৩ রান করেছে সিলেট।
বাবু/এসআর