ইতালিয়ান লিগ ‘সিরি আ’ থেকে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটেছে ইতালিয়ান ফুটবল আদালত। প্লেয়ার ট্রান্সফার থেকে পাওয়া অর্জিত অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করায় ক্লাবটির ১৫ পয়েন্ট কাটা হয় বলে জানিয়েছে জাতীয় সকার ফেডারেশন (এফআইজিসি)। খবর ইএসপিএন ও গোল ডট কম।
শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির ফুটবল আদালত এই সিদ্ধান্ত নেয়। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছে জুভেন্টাস। যেখানে ১১ জয় ৪ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ছিল ৩৭। এতে টেবিলের তৃতীয় স্থানে ছির ক্লাবটি। তবে ১৫ পয়েন্ট কাটা পড়ায় ব্যাপক অবনতি জুভেন্টাসের। ৩ থেকে টেবিলের ১০ এ নেমে যায় তারা।
চলতি মৌসুমে এখনও জুভেন্টাসের ২০টি খেলা বাকি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ নাও পেতে পারে জুভেন্টাস।
প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ক্লাবের আর্থিক বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়। তখন দাবি করা হয় ক্লাবের আর্থিক ক্ষতি ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ভুল উপস্থাপন করা হয়েছে।
ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। আদালতে শুনানির সময় একজন প্রসিকিউটর ক্লাবের ৯ পয়েন্ট কেটে নেয়ার অনুরোধ জানান। কিন্তু আদালত তা শুনেননি।
এই ঘটনায় ক্লাবটির অতীত এবং বর্তমান ১১জন পরিচালককের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। এর মধ্যে জুভেন্টাসের প্রাক্তন চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেলিকে ২৪ মাসের জন্য ইতালীয় সকার অফিসে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের নভেম্বরে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন।
ক্লাবের প্রাক্তন ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসি যিনি বর্তমানে টটেনহ্যাম হটস্পারের ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক। তাকেও ৩০ মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাবু/পিকু