বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পান্তের সুস্থতা কামনায় মন্দিরে ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ PM

তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জিতে ফেলেছে ভারত। আগামীকাল শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পরেও আজ ভারতীয় দলের একাংশকে পূজা-অর্চনায় বেশ মনোযোগী দেখা গিয়েছে। এমন ঘটনা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে ভক্তদের মনে। 


সোমবার উজ্জয়ীনির মহাকাল মন্দিরে গিয়ে পূজা করেছেন ভারতের তিন তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। এসময় ধর্মীয় প্রথা মেনে ধুতি ও অঙ্গবস্ত্র পরে মন্দিরে হাজির হয়েছিলেন তারকা ক্রিকেটাররা। পূজা শেষ করে মন্দির থেকে বের হওয়ার পর এর কারণ জানিয়েছেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট দলের অসুস্থ সতীর্থ ঋষভ পান্তের আরোগ্য কামনা করে পূজা করেছেন তারা। 


ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সূর্যকুমার বলেন, ‘ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছি। ওর দলে ফেরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ইতোমধ্যেই সিরিজ জিতে গিয়েছি। শেষ ম্যাচও জিততে চাই। খেলার পাশাপাশি বন্ধুর জন্য পূজা দিতে এলাম।’


গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পান্ত। তার পর থেকেই হাসপাতালে ভর্তি তিনি। ডান পায়ে দু’টি অস্ত্রোপচার হয়েছে তার। আগামী দু’সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। হাসপাতাল সূত্র থেকে খবর মিলেছে তেমনই। তবে এর আগে বাড়িতে শুশ্রূষা চলবে তার।


বাড়িতে থাকলেও কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন পান্ত। হাসপাতালের সূত্রের খবর, পন্থের মেডিক্যাল কোল্যাটেরাল লিগামেন্টে (এমসিএল) বড়সড় অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) সামান্য অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারদের অনুমান, বাকি যে লিগামেন্টগুলিতে চোট লেগেছে, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত