মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিপিএল
স্ট্রাইকরেট নিয়ে বিব্রত রিজওয়ান
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৬:২১ PM

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত স্ট্রাইকরেট অতি মূল্যবান। এ কারণেই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সমালোচনার তীরে। এই ওপেনার সবসময় একটু ধীরগতিতে খেলার কারণে সমালোচনা শুনেছেন। অথচ রিজওয়ান নিজেও জানেন, টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট কতটা মূল্যবান। 


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন রিজওয়ান। রোববার অনুশীলনের আগে গণমাধ্যমে জানালেন মূলত টিম ম্যানেজমেন্ট থেকেই এমন দায়িত্ব দেওয়া হয়েছে। আর তা কিছুটা বিব্রতকর হলেও দলের প্রয়োজনে এভাবেই খেলে যেতে চান রিজওয়ান।


রিজওয়ান বলেন, ‘এটা খুব কঠিন ভূমিকা। কখনও কখনও এটাকে খুব বিব্রতকর মনে হয়। তবে নিজের কাজটা আমি জানি। দল আমার কাছে যা চায়, সেটাই করতে চাই আমি। কোচ, অধিনায়ক, মালিকপক্ষ ও পুরো কুমিল্লা দলে সবাই আমার পারফরম্যান্সে খুশি। এমন একজনকে তারা চায়, যে গোটা দলের ‘অ্যাংকর’ হবে।’


রিজওয়ান আরো বলেন, ‘আমি চেষ্টা করি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দলের চাওয়া পূরণ করার। ক্রিকেটে আমার আদর্শ এবি ডি ভিলিয়ার্স, তাকে খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করি। তিনি টেস্ট ক্রিকেটে যেমন পারফর্ম করেছেন, তেমনি টি-টোয়েন্টিতেও। আমিও সেটাই চেষ্টা করি।’


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত