সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৬:৫৯ PM
মাসখানেক আগে রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছেন নাজাম শেঠী। দায়িত্বে এসেই প্রায় সকল গুরুত্বপূর্ণ পদে বদল এনেছিলেন তিনি। সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দিয়েছিলেন দলের প্রধান নির্বাচকের দায়িত্ব। তবে সেটা ছিল আপদকালীন সময়ের জন্য। এবার পাকাপাকিভাবে সে দায়িত্ব পেলেন পাকিস্তান দলের সাবেক ব্যাটার হারুণ রশিদ। 

সোমবার সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন বোর্ডপ্রধান নাজাম শেঠি।  নতুন নির্বাচক কমিটির বাকি সদস্যদের নাম পরে জানানো হবে বলেও এসময় জানান তিনি। 

৬৯ বছর বয়সী রশিদ এর আগেও গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন তিনি। 

পাকিস্তানের হয়ে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে ম্যাচে খেলেছেন হারুন। নির্বাচক ছাড়াও পিসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক ও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নতুন দায়িত্ব নিতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির সদস্যপদটি ছাড়তে হবে তাকে।

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত