বিশ্বকাজয়ী মেসিকে ছাড়াই ফ্রেঞ্চ কাপে গোল উৎসব করেছে পিএসজি। চতুর্থ রাউন্ডের ম্যাচে পে দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। এর মধ্যে ৫টি গোল একাই করেছেন বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপ্পে।
৬ষ্ঠ স্তরের দুর্বল প্রতিপক্ষ। ফ্রেঞ্চকাপের চতুর্থ রাউন্ডে পে দ্য ক্যাসেলের বিপক্ষে তারকাদের বিশ্রাম দেবেন কোচ গালটিয়ের, এমনটা ধারণা ছিলে সবার। কিন্তু এক মেসি ছাড়া প্রায় নিয়মিত একাদশ নামিয়ে সবাইকে চমকে দেন পিএসজি কোচ।
তবে ক্ষুদে জাদুকরকে একটুও মিস করতে দেয়নি তার দল। দেননি কিলিয়ান এমবাপ্পে। ২৯ মিনিটে শুরু ফরাসি তারকা ও তার দলের গোল উৎসব। বিরতির আগেই এমবাপ্পে পেয়েছেন হ্যাটট্রিক। ম্যাজিক ফিগারের জন্য স্পিডস্টার সময় নিয়েছেন মাত্র ১১ মিনিট।
দ্বিতীয়ার্ধেও অপ্রতিরোধ্য পিএসজি। হয়েছে আরও তিন গোল। যার দুটি সেই এমবাপ্পের। সব মিলে ম্যাচের ৭ গোলের ৫টি তার। ক্যারিয়ারে যে কীর্তি প্রথম ফরাসি সেনসেশনের। পিএসজির বাকি দুই গোল নেইমার ও কার্লোস সোলারের।
বাবু/পিকু