বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বিয়ে করেছেন পাক অলরাউন্ডার শাদাব খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৬:১৩ PM
পাকিস্তানের কোচ ও সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন দেশটির অলরাউন্ডার ক্রিকেটার শাদাব খান। এ খবর নিজেই নিশ্চিত করেছেন শাদাব। সোমবার ইনস্টাগ্রাম ও টুইটার পোস্টে নিজের বিয়ের খবরটি জানান। যদিও শাদাব তার স্ত্রীর নাম কিংবা সাকলাইনের সঙ্গে তার সম্পর্ক উল্লেখ করেননি। খবর জিও টিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এই অলরাউন্ডার লিখেছেন, 'আমি আমার মেন্টর সাক্কি ভাইয়ের পরিবারের সদস্য হতে চলেছি। ক্রিকেট যখন থেকে শুরু করেছি, পারিবারিক জীবনকে আমি আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও প্রচারের আলোয় আসতে চায়নি। নিজেদের আড়ালেই রেখে এসেছে এতদিন। আমার স্ত্রীকেও একই কথা বলা হয়েছে। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান আমার স্ত্রীও। আপনারা যদি উপহার পাঠাতে চান, তাহলে আমি আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেব।'

শাদাব খানের বিয়ের সংবাদ দেখেই অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। ইমাম উল হল টুইট করেছেন, 'অনেক অভিনন্দন শ্যাডি। তবে ভাবির জন্য চিন্তা হচ্ছে। সবকিছু সহ্য করার ক্ষমতা ওকে দিক ঈশ্বর, এই প্রার্থনাই করি।' হাসান আলি টুইট করেছেন, 'তোমার খবর জানতে পেরে সত্যিই খুশি হলাম। নতুন অধ্যায় তোমার জীবনকে আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুক।' টুইটে অভিনন্দন বার্তা জানিয়েছেন হ্যারিস রাউফ, খুশদিল শাহ, আসিফ আলি-সহ আরও অনেকে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত