বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিপিএল ছাড়ছেন পাক ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৭:৫৯ PM আপডেট: ২৬.০১.২০২৩ ১০:৫০ AM
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যাই বেশি। বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ছাড়ছেন এই ক্রিকেটাররা। মূলত চলতি বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। 

মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মোহাম্মদ আমিরের মতো তারকা সব ক্রিকেটাররা এসেছেন বিপিএল খেলতে। তবে বিপিএলের শেষ পর্বে এসে  পাকিস্তানি ক্রিকেটারদের পাচ্ছে না অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা নিউজ এমনটাই জানিয়েছে। মূলত ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল খেলা এসকল ক্রিকেটারদের দেশে ফিরতে বলা হয়েছে।

যদিও পাকিস্তানি ক্রিকেটারদের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার ছাড়পত্র দেয়া হয়েছিল। তবে দেশটির ঘরোয়া লিগ পিএসএলের কথা চিন্তা করে এবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত