শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
নিজের নামে সাজঘর দেখে আবেগতাড়িত হয়ে গেলেন দ্রাবিড়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:৪৫ PM
ভারতের হয়ে খেলা অন্যতম সেরা ক্রিকেটারদের একজন রাহুল দ্রাবিড়। ভদ্র এবং নম্র স্বভাবের বলেই পরিচিত তিনি। বর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এ ক্রিকেটার। তবুও যেন আগের মতোই আছেন তিনি। বিনয়ী এ খেলায়াড়কে সম্মান জানাতে ভারতের ইন্দোর স্টেডিয়ামে ড্রেসিংরুমের নামও তার নামে করা হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর স্টেডিয়ামে এ দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন সাবেক এ খেলোয়াড়। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, দ্রাবিড়ের নামে দীর্ঘ দিন ধরেই ইন্দোরের সাজঘরের নাম রেখেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে এসে সেই সাজঘরে ঢুকেই এ দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দ্রাবিড়।

ভারতের তরুণ ব্যাটসম্যান শুবমান গিলের সঙ্গে সাক্ষাৎকারের মাঝেই তার আবেগতাড়িত হওয়ার দৃশ্য ধরা পড়ল।

গিল বলেছেন, “খুব ভাল লাগছে। এত বছর ধরে এত মানুষের ভালবাসা পাওয়া মুখের কথা নয়। এই দেশের হয়ে ক্রিকেট খেলা সৌভাগ্যের ব্যাপার। প্রচুর ভালবাসা পেয়েছি। এত দিন ধরে ক্রিকেট খেলার মতো দক্ষতা আমার ছিল, এটা ভেবে ভাগ্যবান। মাঝে মাঝে একটু লজ্জাও লাগে। কিন্তু সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ।”

প্রসঙ্গত, ১৬৪টি টেস্ট খেলে ১৩ হাজার ২৮৮ রান রয়েছে দ্রাবিড়ের। ৩৪৪টি টেস্ট খেলে ১০৮৮৯ রান করেছেন। আইপিএলে তিনি ৮৯টি ম্যাচ খেলে করেছেন ২১৭৪ রান।

বাবু/পিকু


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারতীয় ক্রিকেট   রাহুল দ্রাবিড়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত