শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ইংলিশ তারকা স্টোকস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ১০:২৪ AM
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাবড় তাবড় সব ক্রিকেটারদের পেছনে ফেলে ২০২২ সালের সেরার খেতাব জিতে নিয়েছেন ইংল্যান্ডের লাল বলের এই অধিনায়ক।

পুরস্কার জেতার লড়াইয়ে ছিলেন জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা এবং কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা।

গেল বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টোকস। যেখানে ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। চার হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও করেছিলেন এই অলরাউন্ডার। বল হাতে স্টোকসের গড় ছিল মাত্র ৩১.১৯। নেতৃত্বের দিক থেকেও ছিলেন অনন্য। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে রসায়ন জমিয়ে ইংলিশ দলকে দিয়েছেন বদলে।

গেল বছরে জনি বেয়ারস্টো টেস্ট ফরম্যাটে ১০ ম্যাচে ১০৬১ রান করেন। যেখানে তার গড় ছিল ৬৬.৩১ এবং স্ট্রাইক রেট ছিল ৭৬। মোট ছয়টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তার। এছাড়া উসমান খাওয়াজা ১১ ম্যাচে ১০৮০ রান করেছেন। গড় ৬৭.৫০। সেঞ্চুরি ছিল চারটি এবং হাফ সেঞ্চুরি পাঁচটি।

গত বছর টেস্ট ক্রিকেটে কাগিসো রাবাদা ৯ ম্যাচে নিয়েছিলেন ৪৭ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার করে। স্ট্রাইক রেট ছিল ৩৪.১।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত