নিজেদের মাটিতে খেলতে নেমে ১৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটাররা। এক সময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনিন্ম রানেই অলআউট হবে সিলেট। তবে পেসার তানজিম হাসান সাকিবের ৪১ রানে ভর করে সিলেট সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ৯২ রান।