সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৪০ রান করেন আইরিশ ক্রিকেটার কারটিস ক্যাম্ফার। এছাড়া আফিফ হোসেন করেন ৩৭ রান। বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নিয়েছেন কামরুল ইসলাম এবং খালেদ আহমেদ।