শুরুর সেটে রিবাকিনার তুলনায় ৪-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন সাবালেঙ্কা। সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ এ নিয়ে যান। এরপর সাবালেঙ্কাকে ফের হতাশ করে ৬-৪ ব্যবধান প্রথম সেটে জয় তুলে নেন ২৩ বছর বয়সী রিবাকিনা।
প্রথম সেটে লড়াইয়ে ফিরেও হারের ক্ষোভ দ্বিতীয় সেটে আধিপত্য বিস্তার করে তুলে নেন বেলারুশিয়ান তারকা। রিবাকিনাকে কোনো সুযোগ না দিয়ে তিনি জয় তুলে নেন ৬-৩ সেট ব্যবধানে।
শিরোপা নির্ধারণী সেটে প্রথমে পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। দারুণ সব সার্ভে পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে তিনি ব্যবধান নিয়ে যান ৩-৩ এ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে ৬-৪ ব্যবধানে জয় তুলে অশ্রুসিক্ত হয়ে পড়েন ২৪ বছর বয়সী সাবালেঙ্কা।
এই প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম পেলেন সাবালেঙ্কা। এর আগে উইম্বলডনে একবার এবং ইউএস ওপেনে দু’বার সেমিফাইনালে উঠেছেন। কিন্তু গ্র্যান্ডস্লাম জেতা তো দূর, ফাইনালেও কোনো দিন উঠতে পারেননি। সেই খরা কাটল অস্ট্রেলিয়ান ওপেনে এসে।
ডাবলসে অবশ্য ২০১৯ সালে ইএস ওপেন ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সাবালেঙ্কা। এর আগে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যাশলে বার্টি। গত বছরের মার্চে এ অজি তারকা টেনিস থেকে অবসর নেন।
বাবু/এ আর