মাত্র এক মৌসুম আগেই আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে মাত্র ১ কোটি ইউরোর বিনিময় বেনফিকা কিনে নেয় এঞ্জো ফার্নান্দেজকে। কাতার বিশ্বকাপে তার অসাধারণ পারফর্মেন্স দেখে তার প্রতি আগ্রহ দেখিয়েছে স্পেন ও ইংল্যান্ডের নানা ক্লাব। তবে এবার এঞ্জো ফার্নান্দেজের রিলিজ ক্লজ আরও বাড়িয়ে দিচ্ছে ক্লাবটি, যেন তার প্রতি আগ্রহ দেখানো ক্লাবগুলো কিনতে আরও বেশি অর্থ ব্যয় করতে হয়।
খকাতার বিশ্বকাপে এঞ্জো ফার্নান্দেজের পারফর্মেন্স ছিল দুর্দান্ত। আর্জেন্টিনার মাঝমাঠ একাই সামলেছেন এই তরুণ খেলোয়াড়। যার কারণে বিশ্বকাপের সেরা উদীয়মান পুরস্কারটাও গেছে তার হাতেই।
এরপরই তার প্রতি আগ্রহ দেখাতে থাকে ক্লাবগুলো। তার ওপর সবচেয়ে প্রথম আগ্রহ দেখায় ইংলিশ ক্লাব চেলসি। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও তাকে কিনতে মরিয়া হয়ে ওঠে। তবে তার রিলিজ ক্লজ তখন বেঁধে দেয়া হয়েছিল ১২ কোটি ইউরো।
কিন্তু তাতেও বেশকিছু ক্লাব তাকে এই রিলিজ ক্লজ দিয়েই কিনতে আগ্রহ দেখিয়েছে। চেলসি তো নতুন করে আলোচনাও শুরু করেছে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য। চেলসির মালিক টড বোয়েলিও চাচ্ছেন শীতকালীন দলবদলেই তাকে রিলিজ ক্লজ দিয়ে দলে টানতে।
কিন্তু এঞ্জো ফার্নান্দেজকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না বেনফিকা। এ জন্যই এঞ্জোর জন্য নতুন করে ১৫ কোটি ইউরো রিলিজ ক্লজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে বেনফিকা কোচ ও ক্লাবটির প্রেসিডেন্টও তাকে বেচতে চাচ্ছে না।
কোচ রজার শ্মিট বিরক্ত হয়ে বলেছেন, 'এঞ্জোকে আমি বিক্রি করতে চাই না। প্রেসিডেন্টও চায় না। সবাই জানে তার চুক্তিতে একটি রিলিজ ক্লজ আছে। এই মুহূর্তে তার বেনফিকা ত্যাগের একটাই পথ, রিলিজ ক্লজ দেওয়া। আমাদের আর কিছু করার নেই।
বাবু/ এ আর