সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বুমরাহ আমার সামনে একজন শিশু বোলার: রাজ্জাক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:০৫ AM
রাজ্জাক বলেন, 'আমি গ্লেন ম্যাকগ্রা এবং ওয়াসিম আকরামের মতো দুর্দান্ত বোলারদের বিরুদ্ধে খেলেছি, তাই বুমরাহ আমার সামনে একজন শিশু বোলার এবং আমি সহজেই ওর ওপর আধিপত্য বিস্তার করতে ও ওকে সহজেই আক্রমণ করতে পারতাম। তার এমন মন্তব্যে ভারতীয় গণমাধ্যম ভালো ভাবে নেয়নি।

ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরাহকে শাহিন শাহ আফ্রিদির সমতুল্য মনে করেন না পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তার মতে, বর্তমানে ক্রিকেট বিশ্বে বুমরাহ জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও তার চেয়ে ভালো মানের বোলার শাহিন।

বর্তমানে ক্রিকেট বিশ্বের দুই সেরা বোলার হিসেবে বিবেচিত হন ভারতের জসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দুই পেস বোলারই নিজ নিজ দেশের স্পিডস্টার হিসেবে জনপ্রিয়। তবে, ক্রিকেট বিশ্বে শাহিনের চেয়ে বুমরাহর জনপ্রিয়তাই বেশি। কিন্তু জনপ্রিয়তা বেশি থাকলেও বুমরাহর থেকে শাহিনকেই ভালো পেস বোলার হিসেবে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

তিনি বলেন, 'জসপ্রীত বুমরাহর চেয়ে শাহিন আফ্রিদি অনেক ভালো। শাহিনের মানের ধারেকাছেও নন বুমরাহ। '

বুমরাহকে নিয়ে এমন মন্তব্য করায় আব্দুল রাজ্জাককে নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে সমলোচনা। তবে, এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও ভারতের স্পিডস্টারকে 'বেবি বোলার' হিসেবে আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

বুমরাহ ও শাহিন দু'জনই এখন ইনজুরির জন্য মাঠের বাইরে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্ট না খেলতে পারলেও তৃতীয় টেস্টে পিঠের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন বুমরাহ এমনাটাই প্রত্যাশা ভারতীয়দের।

তবে হাঁটুর ইনজুরি কাটিয়ে কবে শাহিন ফিরতে পারবে তা এখনো জানা যায়নি। ২০১৬'তে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৯ উইকেট শিকার করেছেন বুমরাহ। তার দু'বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন শাহীন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত তিনি শিকার করেছেন ২১৯ উইকেট।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত