বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ব্রাজিলের পথে মোহামেডানের নাজমুল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৫ PM
নাজমুল আকন্দের ব্রাজিল যাত্রা নিয়ে নানা অনিশ্চয়তা ছিল। সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে মোহামেডানের ফুটবলার নাজমুল এখন ব্রাজিলের পথে। আজ রাত সাড়ে নয়টায় কাতার এয়ারওয়েজ যোগে ব্রাজিলের উদ্দেশে রওনা হবেন এই ফুটবলার।

বিমানবন্দর থেকে নাজমুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে, ‘আমাকে তিন মাসে ট্রায়ালে থাকতে হবে। সেখানে নিজের সেরাটা দিয়ে টিকতে চাই।’ তিন মাসের ট্রায়ালে ইতিবাচক পারফরম্যান্স করতে পারলে আরো তিন মাস ব্রাজিলে থাকতে পারবেন নাজমুল। ছয় মাসের প্রস্তুতি নিয়েই তিনি ব্রাজিলের উদ্দেশে রওনা হয়েছেন।

২০১৯ সালেও ব্রাজিল গিয়েছিলেন নাজমুল। সেবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ব্রাজিল সরকারের একটি সমঝোতা চুক্তিতে গামা ক্লাবে এক মাস প্রশিক্ষণ নিয়েছিলেন নাজমুল। সেই প্রশিক্ষণে ছিলেন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কোচ আব্দুর রাজ্জাকও।

ব্রাজিলে এবারের ট্রায়ালে টিকে যাওয়ার সম্ভাবনা দেখছেন এই কোচ। বলেন, ‘সে ঐবার প্রশিক্ষণে ছিল। এর মধ্যে এক ক্লাব আকৃষ্ট হয়ে চুক্তি করতে চেয়েছিল। ১৮ বছর না হওয়ায় সেই চুক্তি হয়নি। এবার আশা করি ট্রায়ালে টিকে ব্রাজিলে খেলতে পারবে।’

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাজিল   মোহামেডান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত