‘পাঠান’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি, বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি, এই জয়রথ এখনো চলমান। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড।
বক্স অফিসে শাহরুখ খানের তাণ্ডব কেবল ভারেতই সীমাবদ্ধ নেই; তা চলছে বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য ওয়ার্প ডটকম একটি আর্টিকেল প্রকাশ করেছে। তাতে শাহরুখ খানকে ভারতের টম ক্রুজ বলে উল্লেখ করেছেন। স্কট মেনডেলসন নামে এক মার্কিন সাংবাদিক লেখাটি লিখেই বিপাকে পড়েছেন।
নিজের ভেরিফায়েড টুইটারে লেখার লিংক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান। সম্ভবত শাহরুখ খান তার পাঠান সিনেমা দিয়ে বলিউডকে রক্ষা করলেন।’
টম ক্রুজের সঙ্গে তুলনা করাকে নেটিজেনদের অনেকে সমর্থন করেছেন।
আবার কেউ কেউ দ্বিমত পোষণ করে লিখেছেন—‘শাহরুখ খান বহুমাত্রিক সর্বশ্রেষ্ঠ অভিনেতা। তার ব্যবহার, স্টাইল, নৈপুণ্য, ড্রামা, রোমান্স-অ্যাকশন ইত্যাদি। তার কাছাকাছিও কেউ নেই। কারো সঙ্গে তাকে তুলনা করবেন না।’ কেউ কেউ লিখছেন, তিনি টম ক্রুজ নন, তিনি শাহরুখ খান। একমাত্র শাহরুখ খান।’ কেউ আবার বলছেন, ‘এসআরকে ইস এসআরকে (শাহরুকের সংক্ষিপ্ত নাম)। তিনি ভারতের টম ক্রুজ নন বরং তিনি ভারতের জাতীয় সম্পদ।’
অনেকে আবার মনে করছেন এই মন্তব্যে শাহরুখকে অপমান করেছেন স্কট মেনডেলসন।
প্রসঙ্গত, ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
-বাবু/এ.এস