সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শামসুন্নাহারকে নিয়ে শঙ্কায় টিম ম্যানেজমেন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ AM আপডেট: ০৫.০২.২০২৩ ১১:৫৫ AM
শুক্রবার নেপাল ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন। কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর ওঠে যখন বসলেন, তখন কাউকে চিনতে পারছিলেন না শামসুন্নাহার জুনিয়র। কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরেছেন তার পরও ভয়টা ছিল।

যে কারণে অনূর্ধ্ব-২০ নারী সাফে নেপালের বিপক্ষে ম্যাচের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ অধিনায়ককে। বড় কোনো সমস্যা না পাওয়ায় শনিবার সকালে দলের সঙ্গে অনুশীলনেও দেখা গেছে তাঁকে।

তবে আজ কমলাপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হালকা অনুশীলন করলেও শামসুন্নাহারকে নিয়ে বড় ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শুরুর আগ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন। প্রথম ম্যাচে নেপাল পরীক্ষায় পাস করলেও আজ ভারত চ্যালেঞ্জের সামনে রুপ্না চাকমা-শাহেদা আক্তার রিপারা।

দু'দলই প্রথম ম্যাচে জেতায় ফাইনালেও তাদের দেখা হওয়ার সম্ভাবনা বেশি। তাই অনেকেই আজ বাংলাদেশ-ভারত ম্যাচটিকে ফাইনালের আগে আরেক 'ফাইনাল' হিসেবে দেখছেন। হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সমান ৩ পয়েন্ট করে বাংলাদেশ ও ভারতের। তবে গোল গড়ে পিছিয়ে বাংলাদেশ। ভারত ১২-০ গোলে হারিয়েছে ভুটানকে, আর নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এ সাফে চার দলের মধ্যে ভুটান ছাড়া বাকি তিন দলেরই ফাইনাল খেলার সমান সম্ভাবনা। যেহেতু নেপাল বাধা পার করেছেন লাল-সবুজের মেয়েরা, তাই আজ ভারতের কাছে না হারলেই চলবে। 

শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ভুটানের সঙ্গে পা না হড়কালেই ঘরের মাঠের টুর্নামেন্টের শিরোপা মঞ্চে বাংলাদেশের মেয়েরা। তবে অতদূর ভাবতে চান না কোচ ছোটন। আপাতত ভারতকে নিয়েই ভাবনা তাঁর, 'এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দল ভারত। তবে বয়সভিত্তিক পর্যায়ে তাদের সঙ্গে আমাদের জয়ের রেকর্ড এমনিতেই ভালো। গত বছর নেপালে সিনিয়র সাফে তাদের আমরা হারিয়েছি। 


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   শামসুন্নাহার   ইনজুরি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত