শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বিশ্বকাপ খেলা ফুটবলারদের বিপক্ষে পয়েন্ট পেয়ে খুশি বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৩ PM আপডেট: ০৬.০২.২০২৩ ১২:২৪ AM
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে খেলছেন বিশ্বকাপ খেলা ফুটবলাররা। ভারত গত বছর অ-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করেছে। সেই দলের অনেকে রয়েছেন এই সাফের দলে।

বিশ্বকাপ খেলা ফুটবলারদের সঙ্গে এক পয়েন্ট পাওয়ায় বেশ তৃপ্ত বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘বিশ্বকাপ খেলা ফুটবলারদের সঙ্গে আমাদের মেয়েরা লড়াই করে এক পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। যদিও ম্যাচটি আমরা জয়ের জন্য খেলছিলাম।’ 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারত দুই দলের কোচই বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার প্রশংসা করেছেন। ভারতের কোচ ময়মল রকি বলেন, রুপনা দুর্দান্ত কিছু সেভ করেছে। না হলে আমরা ম্যাচটি জিততে পারতাম। ছোটনের দৃষ্টিতে, আজকের ম্যাচ সেরা পারফর্মার নি:সন্দেহে রুপনা।  

ভারত আগের ম্যাচে ভুটানকে ১২ গোল দিয়েছিল৷ এই ম্যাচে গোলই করতে পারেনি ৷ এই প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, ' প্রতিপক্ষ ভেদে এমন হতেই পারে। বাংলাদেশ দারুণ খেলেছে '৷ বাংলাদেশ এই ম্যাচে গোল না করলেও পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ, ' আমরা গোলের সুযোগ সৃষ্টি করেছিলাম যদিও গোল হয়নি৷ মেয়েরা ভালোই খেলেছে '৷ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত