বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে জয়ের পেছনে আছেন একজন ‘মার্তিনেজ’—যাঁর নাম রুপনা চাকমা। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন রুপনা। গতকাল ফাইনালে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর তাঁর হাতে ওঠে ওই পুরস্কার।
সেই জয়ের পর বাফুফে ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক শামসুন্নাহার, ফাইনালে একটি গোল করে এবং গোল করিয়ে দুর্দান্ত খেলা ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও রুপনা। ঠিক তখনই ওঠে মার্তিনেজের প্রসঙ্গ।
রুপনা চাকমা
সংবাদকর্মীদের এক প্রশ্নে রুপনা বলেন, ‘ভারতের সঙ্গে যখন একটা সেভ দিছিলাম, সবাই এসে বাহবা দিয়েছে। জুনিয়ররা বলেছে, “আপু, আপনি মার্তিনেজের মতো সেভ দিয়েছেন।” এটা শুনে ভালো লেগেছে। আসলে সবাই বলছে, ভারতের সঙ্গে ওই সেভটা না হলে আমরা হেরেও যেতে পরতাম। তাই সেভটার এত গুরুত্ব।’
রুপনা চাকমা (ফাইল ছবি)
সেদিন ম্যাচ শেষে ভারতের কোচও প্রশংসা করে বলেছিলেন, রুপনার ওই সেভই বাংলাদেশকে বাঁচিয়েছে। ফাইনালেও ভালো খেলেছেন রুপনা। তবে বাংলাদেশ দলে আপাতত তাঁর নাম ‘মার্তিনেজ’। যদিও রুপনা নিজেই হেসে বললেন, ‘মার্তিনেজকে ভালো লাগে ঠিক। তিনি অনেক ভালো খেলেছেন। তবে আমার প্রিয় গোলকিপার ব্রাজিলের আলিসন বেকার।’