আমাদের স্মরণশক্তি সবসময় একরকম থাকে না। একেক বয়সে একেক রকম হয়। ছোটবেলায় স্মরণশক্তি ভালো থাকলেও বয়সের সাথে সাথে লোপ পায়। অনেকে আছে যারা কোনো বিষয় মনে রাখতে পারে না, ভুলে যায়। এতে দেখা দেয় নানা সমস্যা। এই জ্ঞানশক্তি বা স্মরণশক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারি।
নামাজের পড়ার পর কোরানের এই আয়াতটি পড়বেন —
দোয়া- রাব্বি জিদনী ইলমা
অনুবাদ – হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি কর ৷
আল্লাহ রহমান ও রহিম তিনি নিশ্চয় জ্ঞান বৃদ্ধি করবেন ৷ তারপর আল্লাহর রহমতে আপনি খুব কম সময় বেশি বেশি পড়া মনে রাখতে পারছেন ৷
নামাজ পড়ার পর ডান হাত কপালে রেখে ১১ বার পড়বেন يا قويٌّ উচ্চারন –ইয়া কাবিয়ু ৷
পড়তে বসার সময় পড়া শুরু করার আগে ৩ বার দরুদ শরিফ পড়ে নিবেন দেখবেন মাথা ঠান্ডা থাকবে এবং পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে ৷
-বাবু/এ.এস