মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বান্ধবীর স্বামীকে বিয়ে নিয়ে বিতর্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০১ AM
গত বছর ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। পাত্র, ব্যবসায়ী সোহেল কাঠুরিয়া। বহু বছরের বন্ধুত্ব তাদের। অবশেষে গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই প্রিয় বন্ধু।

তবে বিয়ের খবর প্রকাশ্যে আসা মাত্রই বয়ে যায় সমালোচনার ঝড়। কারণ হানসিকার বর্তমান স্বামী যে তারই এক বান্ধবীর প্রাক্তন স্বামী। বান্ধবীর ঘর ভেঙে নিজের সংসার পেতেছেন অভিনেত্রী। এই অভিযোগে সামাজিক যোগাযোমাধ্যমে একের পর এক ট্রোলের মুখে পড়েন ‘সোনপরী’ খ্যাত অভিনেত্রী। 

এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বিয়ে নিয়ে বানানো রিয়্যালিটি শো ‘লাভ, শাদি, ড্রামা’। সেই অনুষ্ঠানেও আভাস মিলেছে বিতর্কের। এবার ভালোবাসা দিবসে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন হানসিকা।

স্বামী সোহেলের সঙ্গে প্রায় ৮ বছরের দীর্ঘ সম্পর্ক হানসিকার। প্রথমে বন্ধুত্ব, তার পরে প্রেম। ২০২২ সালে সোহেলের সঙ্গে বাগদান সারেন ‘কারিশমা কা কারিশমা’ খ্যাত অভিনেত্রী। তারপর ডিসেম্বরে ‘ফেয়ারিটেল ওয়েডিং’। তবে সত্যিই কি স্বপ্নের মতোই ছিল সেই বিয়ে? তার বিরুদ্ধে বান্ধবীর ঘর ভাঙার অভিযোগ ওঠায় একাধিকবার অপরাধবোধে ভুগেছেন হানসিকা, এ কথা নিজেই ‘লাভ, শাদি, ড্রামা’য় জানান অভিনেত্রী।

বাবু/এ আর 













« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   মোতওয়ানি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত