মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শাহিনের উদ্‌যাপন নিয়ে তোপ দাগলেন আমিরের স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫০ PM
দিন কয়েক আগেই মোহাম্মদ আমিরের আগ্রাসী উদ্‌যাপন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক কিংবদন্তি শহিদ আফ্রিদি। এরপর টুইটারে তার জবাব দিয়েছিলেন আমির। এবার সেই বিতর্কে যোগ দিলেন আমিরের সহধর্মিনী নার্জিস আমির। সেখানে আফ্রিদির মেয়ের জামাই শাহিন আফ্রিদির উদ্‌যাপন নিয়ে রীতিমতো তোপ দাগলেন আমিরের স্ত্রী।

মূলত আমিরের করা টুইটকেই রিটুইট করে স্বামীকে সমর্থন জানিয়েছেন নার্জিস। পাকিস্তানের এই পেসার টুইটারে একটি ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, 'তুমি করলে আক্রমণ, আমি করলে ভদ্রতা।' ছবিটিতে দেখা যায় শাহিন এবং আমির উইকেট পাওয়ার পর উদ্‌যাপন করছেন।

এর আগে আফ্রিদি টুইটারে লিখেছিলেন, 'একজন ক্রিকেটার যখন পারফর্ম করে তখন তাকে আমি বার্তা পাঠাই, এমনকি পারফর্ম না করতে পারলেও একই কাজ করি। এভাবেই আমি আমিরকে বার্তা পাঠিয়েছিলাম। আমি তাকে সম্মান দিয়েই কথা বলেছি, কিন্তু তাকে তিরস্কারও করেছি।'

'আমি আমিরকে বলেছি, তুমি কি চাও? তুমি অনেক সম্মান অর্জন করেছো, সেখান থেকে খারাপ সময়ও দেখেছো এবং ফিরেও এসেছো। একটি নতুন জীবন পেয়েছো। এরপর এমন কি করার চেষ্টা করেছো?'-তিনি আরও যোগ করেন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাহিন   আফ্রিদি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত