রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
২০২৪ পর্যন্ত টেস্ট খেলতে চান ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৪ PM

গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে সময়টা একদমই ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। তিন বছরে শতকের দেখা পেয়েছেন মাত্র একবার। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তবে ফর্মের এই করুণ দশার মধ্যেও হাল ছাড়ছেন না ওয়ার্নার। ২০২৪ সাল পর্যন্ত লাল বলে খেলে যেতে চান বাঁহাতি এ ওপেনার।   


ভারতে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মোট দুই ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তাতে তিন ইনিংস ব্যাট করে রান করেছেন মোটে ২৬। দিল্লিতে কনকাশনের কারণে শেষ ইনিংসে খেলেননি। সঙ্গে যোগ হয় কনুইয়ের ইনজুরি। তাই সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে এই ওপেনারকে। 


বৃহস্পতিবার দেশে ফিরেছেন ওয়ার্নার। সিডনি বিমানবন্দরে নেমেই পড়েন সাংবাদিকদের সামনে। দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, আরও ১২ মাস খেলে যাবেন নিজের সেরাটা দিয়ে। ওয়ার্নার বলেন, ‘আমি সবসময় বলেছি আমি ২০২৪ সাল পর্যন্ত খেলবো। যদি নির্বাচকরা মনে করে আমার জায়গায় (টেস্টে) আমি যোগ্য নই, তাহলে তাই হবে। আমি তখন সাদা বলের ক্রিকেটে চেষ্টা করবো।’ 


ফর্মে ভাটা পড়লেও ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এই বছরের অ্যাশেজ খেলতে আশাবাদী, ‘আমার হাতে পরের ১২ মাস আছে, দলের জন্য সামনে অনেক ক্রিকেট আছে। যদি আমি রান করতে থাকি এবং দলের জন্য সেরাটা দেই তাহলে আমি আমার জায়গা পাবো। এটা হবে দলের জন্য দারুণ।’


সমালোচকদের উদ্দেশ্যে ওয়ার্নার বলেন, ‘এটা খুব সহজ (সমালোচকদের জন্য) যখন আপনি ৩৬ থেকে ৩৭ এ যাচ্ছেন। সাবেক খেলোয়াড়দের বেলায় আমি এসব আগেও দেখেছি। আমি যদি অন্য খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরিয়ে দিতে পারি এবং বাকি দলকে নিয়ে কেউ দুশ্চিন্তা না করে, সেটা আমি খুশিমনে করবো।’


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওয়ার্নার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত