বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
ক্যারিয়ারের ইতি টানলেন সার্জিও রামোস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৫ AM

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের কিংবদন্তী ডিফেন্ডার সার্জিও রামোস। এর মাধ্যমে স্পেনের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। 


বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে অবসরের বিষয়টি নিশ্চিত করেন রামোস নিজেই। 


পোস্টে রামোস জানান, সম্পতি ফোন করে কোচ তাকে জানিয়েছিলেন তিনি দলের পরিকল্পনায় নেই। সে কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। 


রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত দুই বছর স্পেন জাতীয় দলে ডাক পাননি রামোস। বার বার চোটে পড়া ও কোচ লুইস এনরিকে তরুণদের বেশি পাধান্য দেওয়ায় এসময় উপেক্ষিত থেকেছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা। 


যদিও ভক্তদের চাওয়া ছিল- আগামী মার্চে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলোতে রামোসকে ফের দলে ডাকবেন নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে। অবশ্য এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন রামোস। 


স্পেনের সোনালী প্রজন্মের ফুটবলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রামোস। দেশের জার্সিতে ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পাশাপাশি ২০১০ বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। 


২০০৫ সালে সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রামোসের। এরপর থেকে ১৮০ ম্যাচে স্পেনের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। এই ম্যাচগুলোতে মোট ২৩টি গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সার্জিও   রামোস   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত